কম্পিউটার

কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ Compute ( কম্পিউট )  থেকে ইংরেজি কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি। কম্পিউটার শব্দটির আভিধানিক  অর্থ গণনাযন্ত্র বা হিসাবকরী যন্ত্র ।  কম্পিউটার যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি কার্যাবলী এবং সাথে সাথেই যুক্তি ও সিদ্ধান্ত মুলক কার্যাবলী  সমাধান করতে পারে। অর্থাৎ  প্রদত্ত  তথ্যের  উপর ভিত্তি করে নির্দেশনা মতে কম্পিউটার গাণিতিক ও যৌক্তিক প্রণালী সমাধান করে এবং ফলাফল প্রদান করে।


কম্পিউটার একটি যন্ত্র,  তা নিজে থেকে কিছুই করার ক্ষমতা নেই। ব্যবহারকারী কম্পিউটারকে যেভাবে নির্দেশনা দান করে তার উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে, যেমন- ব্যবহারকারী যদি যোগ করার নির্দেশনা প্রদান করে তাহলেই কম্পিউটার যোগ করবে।  কম্পিউটারকে প্রদত্ত সকল নির্দেশনা, তথ্য ও ফলাফল স্মৃতিতে ধারণ করে রাখতে পারে এবং প্রয়োজনবোধে  তা পুনরায় ব্যবহার করতে পারে।


কম্পিউটারে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে, যন্ত্রটি অত্যন্ত দ্রুত গতিতে এবং নির্ভুল ভাবে কাজ করতে পারে। এক সেকেন্ডে কম্পিউটার লক্ষ কোটি  নির্দেশ পালন করতে পারে।  বিজ্ঞানীর উৎকর্ষতার সাথে সাথে কম্পিউটারের গতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে বলেই এর মাধ্যমে অতি অল্প সময়ে অসংখ্য তথ্যাদি বিশ্লেষণ করা যায়। কম্পিউটার অত্যন্ত নির্ভুলভাবে এইসকল কার্যাবলী সম্প্রদান করতে পারে। অর্থাৎ ব্যবহারকারী  প্রদত্ত নির্দেশনা বা উপাত্তের ভুল না থাকলে কম্পিউটার কোন ভুল করে না।